আয়কর বিভাগের পাঁচ কর কমিশনার পদে রদবদল ও ৮ অতিরিক্ত কর কমিশনারকে পদোন্নতি দিয়ে কমিশনার হিসেবে বদলি করেছে জাতীয় রাজস্ব বোর্ড।
আজ (১১ ডিসেম্বর) এনবিআরের প্রথম সচিব মো. শাহিদুজ্জামানের সই করা আদেশ সূত্রে এ তথ্য জানা গেছে।
যাদেরকে বদলি করা হয়েছে তারা হলেন
কর অঞ্চল-১২ এর কমিশনার মোহাম্মদ আবুল মনসুরকে কর অঞ্চল-৮ এ, বগুড়া কর অঞ্চলের কমিশনার রাসেল চাকমাকে কর আপিল অঞ্চল-২, কর আপিল অঞ্চল-২ এর কমিশনার রওনক আফরোজকে ঢাকার কর অঞ্চল-১১ এ এবং রংপুর কর অঞ্চলের কমিশনার মোহাম্মদ আবুল কালামকে বদলি করে কর অঞ্চল-১২ এ নিয়োগ দেওয়া হয়েছে।
সিলেট কর অঞ্চলের কমিশনার মো. আবুল কালাম আজাদকে ঢাকার কর অঞ্চল-৩ এর কমিশনার হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে আদেশে।
অতিরিক্ত কর কমিশনার মো. তৌহিদুল ইসলাম, মো. জাকির হোসেন, মো. মুহতাসিবুর রহমান খান, সৈয়দ জাকির হোসেন,মো. শাহীন আক্তার হোসেন, মো. শহীদুল ইসলাম ও মো. বজলুর রহমান খান পদোন্নতি দিয়ে যথাক্রমে খুলনার কর আপিল অঞ্চল, মো. শারমিন ফেরদৌসী, নারায়ণগঞ্জ, কেন্দ্রীয় কর জরিপ অঞ্চল, সিলেট, ঢাকা কর আপিল অঞ্চল-৪, রংপুর, চট্টগ্রামের কর আপিল অঞ্চল ও বগুড়া কর অঞ্চলে নিয়োগ দেওয়া হয়েছে।
+ There are no comments
Add yours