মাদারীপুর চরাঞ্চলখ্যাত ধুরাইলে বিনামূল্যে চহ্মুসেবা প্রদান

Estimated read time 0 min read
Ad1

সাবরিন জেরিন

মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুর সদর উপজেলার চরাঞ্চল খ্যাত ধুরাইল ইউনিয়নের সরদার কান্দি গত বুধবার দিন ব্যাপী ৪শতাধিক সুবিধাবঞ্চিত মানুষকে বিনামূল্যে চহ্মুচিকিৎসা সেবা প্রদান করা হয়। তাদের মধ্যে ৫৫জনকে সম্পুর্ন বিনা খরছে চোখের ছানি অপারেশনের জন্য ব্যবস্হা করা হয়েছে।ধুরাইল ইউনিয়নের মোহাম্মাদ মোহসিন খানের উদ্যেগে ৪র্থ ধাপে সরদার কান্দি খানবাড়ি জামে মসজিদের সামনে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই চিকিৎসা সেবায় সার্বিক সহাযোগিতা করেন স্হানীয় জনসাধারন।

চিকিৎসাসেবা প্রদান করেন ঢাকা প্রোগ্রেসিভ লায়ন আই হসপিটাল টেকেরহাট শাখার কর্মকর্তা ডা.বাপ্পা বৈরাগী ও তার সহযোগী চিকিৎস্যকবৃন্দ।দূর্গম এলাকার চিকিৎসা সেবাবঞ্চিত দরিদ্র মানুষেরা এই চিকিৎসাসেবা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।এসময় চহ্মু চিকিৎসা সেবার আয়োজক মোহাম্মাদ মোহসিন খান বলেন, ধুরাইল ইউনিয়নের সবগুলো গ্রামের মানুষ সঠিক চিকিৎসা সেবা থেকে বঞ্চিত।কারন তাদের অনেকেই ২৫ কিলোমিটার পথ পারি দিয়ে সদর হাসপাতালে যাওয়া সম্ভব হয় না। তাই এই স্বাস্হসেবায় তাদের সম্পুর্ন বিনা খরছে চহ্মু পরিহ্মা, ছানি অপারেশন ও লেন্স সংযোজন করে দেয়ার ব্যবস্হা করা হয়েছে।
এসময় উপস্হিত ছিলেন মাদারীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মো.সাইফুদ্দিন গিয়াস, অধ্যাপক ডা.মজিবর রহমান (অবঃ),ধুরাইল ইউনিয়নের চেয়ারম্যান মজিবর রহমান মৃধা ও স্হানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours