টঙ্গীতে দুই যুবকসহ ৩জনের লাশ উদ্ধার

Estimated read time 0 min read
Ad1

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি :

টঙ্গীতে এক রাতেই তিনটি আত্মহত্যার ঘটনা ঘটেছে। এরমধ্যে দুজন পুরুষ একজন নারী রয়েছেন। মঙ্গলবার দিবাগত রাতের বিভিন্ন সময়ে টঙ্গীর সুরতরঙ্গ রোড, খরতৈল ও গুশলিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন—ফেনী জেলার ওবাদুল হকের ছেলে ছায়েদুল হক জুয়েল (৩২), নেত্রকোনা জেলার জয়ধর খাঁর ছেলে রফিকুল ইসলাম (২৭) ও গুশুলিয়া এলাকার দেলোয়ারের মেয়ে রহিমা আক্তার (২৬)।
পুলিশ সূত্রে জানা যায়, ছায়েদুল হক জুয়েল তার স্ত্রীসহ সুরতরঙ্গ রোডের আব্দুস সালামের বাড়িতে ভাড়া থাকতেন। তিনি পেশায় বাবুর্চি। মঙ্গলবার সন্ধ্যায় স্ত্রী নুপুরের সাথে ঝগড়া হয়। এ সময় বাড়ির মালিক আব্দুস সালাম ও আশপাশের লোকজন এসে তাদের ঝগড়া সমাধান করে চলে যান। এরপর রাত ২টার দিকে নুপুর আবারও বাড়ির মালিককে ডেকে আনেন। পরবর্তীতে তারা ঘরের ভেতর ফ্যানের সাথে ছায়েদুলের লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
রফিকুল ইসলাম ভাড়া থাকতেন খরতৈল এলাকার ভিয়েলাটেক্স পোশাক কারখানার পাশের একটি বাড়িতে। তিনি ও তার স্ত্রী দুজনেই চাকরি করতেন পোশাক কারখানায়। এর মধ্যে চাকরি চলে যাওয়ায় কিছুদিন যাবত বাসায়ই ছিলেন রফিকুল। এর মধ্যে গতকাল রাত সোয়া ১০টার দিকে কাজ শেষ করে বাসায় ফেরেন তার স্ত্রী খাদিজা বেগম। এ সময় ঘরের দরজা বন্ধ দেখতে পান তিনি। পরে জানালা দিয়ে ফ্যানের সাথে রফিকুলের লাশ ঝুলতে দেখে আশপাশের লোকজন ডাকেন।
এদিকে রহিমার লাশটি উদ্ধার করা হয় গুশুলিয়া এলাকা থেকে। তিনি সেখানে তার বাবার বাড়িতে ছিলেন। এর মধ্যে মঙ্গলবার রাতে তার মেয়েকে নিয়ে এক ঘরে ঘুমাতে যান রহিমা। পরবর্তীতে বুধবার সকালে তার মেয়ে ঘুম থেকে উঠে দেখে রহিমা ফ্যানের সাথে ঝুলছেন। পরবর্তীতে সে পরিবারকে ডাকাডাকি করলে সবাই ঘটনাস্থলে এসে পুলিশে খবর দেয়।
টঙ্গী পশ্চিম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক পৃথক তিনটি আত্মহত্যার ঘটনা বুধবার দুপুরে গণমাধ্যমকর্মীদের নিশ্চিত করেন।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours