মুন্সীগঞ্জে আদালতের এজলাসে ঢুকে মো. আলী নামে এক পুলিশ সদস্যকে ব্লেড দিয়ে আক্রমণ করে জখম করেছেন শাহজালাল নামে এক ব্যক্তি।
আজ (১২ ডিসেম্বের) দুপুরে মুন্সীগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এজলাসে এ ঘটনা ঘটে।
জানা গেছে, প্রতিদিনের ন্যায় ওই আদালতে বিচারকের দায়িত্ব পালন করেছিলেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রোকেয়া রহমান। সেখানে পুলিশ কনস্টেবল মো. আলীও দায়িত্ব পালন করছিলেন।
দুপুরে শাহজালাল নামে এক ব্যক্তি এজলাসে ঢুকে কনস্টেবল আলীর পিঠে ব্লেড দিয়ে পোঁচ দেন। এ সময় পুলিশ কনস্টেবল আলী পড়ে যান। তাকে উদ্ধার করে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। অভিযুক্ত শাহজালালকে আটক করেছে পুলিশ।
এ ব্যাপারে মুন্সীগঞ্জ কোর্ট পুলিশের ইন্সপেক্টর মো. জামাল উদ্দিন বলেন, শাহজালালের সঙ্গে কনস্টেবল আলীর কোনো কথা কাটাকাটিও হয়নি। কী জন্য তিনি পোঁচ দিলেন তা আমরা এখনো জানি না। শাহজালাল আদালতে হাজিরা দিতে এসেছিলেন কিনা জানতে চাইলে তিনি বলেন, শাহজালাল আদালতে হাজিরা দিতে আসেননি । কী জন্য এসেছিলেন সেটা আমাদের জানা নেই।
+ There are no comments
Add yours