জোর করে ভোট দেওয়া নিয়ন্ত্রণে এনেছি : সিইসি

Estimated read time 1 min read
Ad1

বিভিন্ন সময়ে জোর করে ‘স্পেসিফিক মার্কায়’ ভোট দেওয়া আমরা নিয়ন্ত্রণে আনতে পেরেছি বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

সোমবার (১২ ডিসেম্বর) রাতে রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের নিয়ে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিইসি এসব কথা বলেন।

তিনি বলেন, ব্যালটের তুলনায় ইভিএমে ভোট গ্রহণ করা খুবই সহজ। ব্যালটে এদিক সেদিক করার সম্ভাবনা থাকে, তবে ইভিএমে এ রকম কিছু করার কোনো শঙ্কাই নেই। একজনের ভোট আরেকজন দেওয়ার তো প্রশ্নই ওঠে না। এটা আমরা নিয়ন্ত্রণে নিয়ে এসেছি। আগামীতে আমাদের নিয়ন্ত্রণে থাকবে। ভোটগ্রহণের সময় প্রধান নির্বাচন কমিশনারের যে ক্ষমতা একজন প্রিজাইডিং অফিসারেরও সেই ক্ষমতা। কোনো অনিয়ম হলে বা তার আওতার বাইরে গেলে তিনি ভোটগ্রহণ বন্ধ করার ক্ষমতা রাখেন।

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, রাস্তায় যদি কোনো নির্বাচনের প্রচারণা বুথ করেন প্রার্থীরা, তাহলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। এটি আমাদের ম্যাজিস্ট্রেট ও পুলিশ কমিশনার আছেন তারা দেখবেন। প্রচার-প্রচারণার ক্ষেত্রে লেবেল প্লেইং ফিল্ড তৈরি করবে নির্বাচন কমিশন। আমরা এ বিষয়ে কোনো ছাড় দেব না।

পরে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল প্রার্থীদের আচরণবিধি, গণসংযোগসহ বিভিন্ন প্রসঙ্গ তুলে ধরে বক্তব্য দেন। এ সময় তিনি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ গ্রহণযোগ্য নির্বাচন করতে কমিশনের দায়িত্বপ্রাপ্তদের করণীয় নিয়ে কথা বলেন ।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours