
ডেস্ক নিউজ
রাজধানীর ছয়টি স্থানে বাসে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুর দেড়টা থেকে আড়াইটার মধ্যে এসব স্থানে যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
ডিএমপি জানিয়েছে, ঢাকা-১৮ আসনের উপনির্বাচনকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটানো হয়েছে। এ ঘটনায় এ পর্যন্ত ১০ জনকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, দুপুর দেড়টা থেকে আড়াইটার মধ্যে মতিঝিল, বংশাল, প্রেস ক্লাব সংলগ্ন সচিবালয় মোড়, বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে, খিলগায়ে ও শাহবাগ এলাকায় বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
এ ঘটায় নয়াপল্টন থেকে বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক খোন্দকার মাশুকুর রহমানসহ অন্তত ১০ জনকে আটক করেছে পুলিশ।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুপুর দেড়টার দিকে আগুন লাগার খবর পায় তারা। এর কিছুক্ষণ পরই আবার খবর আসে শাহবাগে বাসে আগুন দেয়া হয়েছে। খবর পেয়ে শাহবাগ আজিজ সুপার মার্কেটের সামনে ১টা ৩৮ মিনিটে একটি ইউনিট পাঠানো হয়।
অন্যদিকে জাতীয় প্রেসক্লাব সংলগ্ন সচিবালয় মোড়ে আরেকটি বাসে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। দুপুর ২টা ১০মিনিটে পাওয়া আগুনের খবরে সেখানে ফায়ার সার্ভিসের একটি ইউনিট পাঠানো হয়।
+ There are no comments
Add yours