বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে গ্রেপ্তারের অভিযোগ তুলে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি। তাদের দাবি, নেতৃত্বশূন্য করতেই আমির ডা. শফিকুরকে গ্রেপ্তার করা হয়েছে।
দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম আজ (১৩ ডিসেম্বর) এক বিবৃতিতে দলের আমির ডা. শফিকুর রহমানসহ গ্রেপ্তার সব নেতা-কর্মী এবং অন্যান্য রাজনৈতিক দলের সব নেতাদের নিঃশর্ত মুক্তি দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে ১২ ডিসেম্বর দিবাগত রাত ১টায় তার নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
আমরা এ অন্যায় গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। বিগত ১৫ বছর ধরে বর্তমান ক্ষমতাসীন অনৈতিক সরকার ধারাবাহিকভাবে জামায়াতের ওপর জুলুম-নির্যাতন চালিয়ে আসছে। জামায়াতের তৎকালীন আমিরসহ শীর্ষ পাঁচজন নেতাকে মিথ্যা মামলায় অন্যায়ভাবে ফাঁসি কার্যকর করেছে। জামায়াতে ইসলামীর নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেলসহ শীর্ষ অনেক নেতাদের দীর্ঘদিন ধরে কারাগারে আটকে রেখেছে।
আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, সরকার এই গ্রেপ্তারের মাধ্যমে দেশে চলমান রাজনৈতিক কর্মসূচিকে বাধাগ্রস্ত করতে পারবে না। ভয়-ভীতি দেখিয়ে, মামলা-হামলা দিয়ে জনগণের এই আন্দোলনকে বন্ধ করা যাবে না।
+ There are no comments
Add yours