‘সবাই মিলে কাজ করি, দূষণমুক্ত নগর গড়ি’ স্লোগানকে সামনে রেখে ‘সেভ দ্য চিলড্রেন’ এবং ‘ইপসা’র সহায়তায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন ৮ নং শুলকবহর ওয়ার্ড নগর স্বেচ্ছাসেবকদের উদ্যোগে জনসচেতনতামূলক বিশেষ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
সোমবার (১২ ডিসেম্বর) ২০২২ চট্টগ্রাম নগরীর বিপ্লব উদ্যানে আয়োজিত কর্মসূচির উদ্বোধন করেন ৮ নং শুলকবহর ওয়ার্ড কাউন্সিলর ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন পানি ও বিদ্যুৎ বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি মোঃ মোরশেদ আলম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইপসা (প্রয়াস-২) প্রকল্প সমন্বয়কারী সানজিদা আক্তার, প্রজেক্ট অফিসার মুহাম্মদ আতাউল হাকিম, ফিল্ড অফিসার মুহাম্মদ ওসমান গণি, শুলকবহর দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য কাউছার আলম রাজু প্রমুখ।
ক্যাম্পেইন পরিচালনায় নগর স্বেচ্ছাসেবকগণ, বিপ্লব উদ্যান ও আশেপাশের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ এবং পরিচ্ছন্নতামূলক কার্যক্রম পরিচালনা করেন। ক্যাম্পেইন উদ্বোধনকালে কাউন্সিলর মোরশেদ আলম বলেন চট্টগ্রাম শহর আমাদের, এই শহরকে আমরা প্রত্যেকেই মমনেপ্রাণে ভালবাসি। তাই নিজের শহরকে দূষণমুক্ত রাখতে আমাদের প্রত্যেকেরই কাজ করতে হবে।
তিনি আরও বলেন সাগর-গিরির অপূর্ব সম্মিলনে গড়ে উঠা প্রিয় চট্টগ্রাম কে আমরা দূষণের নগরীতে পরিনত হতে দিতে পারিনা, বায়ু দূষণ, শব্দ দূষণ সর্বোপরি প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে প্রশাসনের যেমনটি দায়িত্ব রয়েছে তদ্রুপ নাগরিকদেরকেও ইতিবাচক ভূমিকা রাখতে হবে।
তিনি আরবান কমিউনিটি ভলান্টিয়ার, ইপসা এবং সেভ দ্য চিলড্রেন কে ধন্যবাদ জানিয়ে এই মহতি কর্মসূচি থেকে জনসাধারণকে ইতিবাচক ধারণা নিয়ে সুস্থ, সুন্দর পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি দূষণ মুক্ত নগরী গড়তে একযোগে কাজ করার উদাত্ত আহ্বান জানান।
+ There are no comments
Add yours