অস্ট্রেলিয়া থেকে ফিরেই পদত্যাগ করবেন এমপি হারুন

Estimated read time 1 min read
Ad1

রাজধানীর গোলাপবাগ মাঠে গত ১০ ডিসেম্বর বিএনপির মহাসমাবেশ থেকে পদত্যাগের ঘোষণা দেন দলটির সাত এমপি।

রোববার (১১ ডিসেম্বর) বেলা ১১টার পর সংসদ সচিবালয়ে সশরীরে পদত্যাগপত্র জমা দেন বিএনপির ৫ এমপি।

এসময় উপস্থিত ছিলেন- চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মো. আমিনুল ইসলাম, বগুড়া-৪ আসনের মো. মোশাররফ হোসেন, বগুড়া-৬ আসনের গোলাম মোহাম্মদ সিরাজ, ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমান এবং সংরক্ষিত নারী আসনের এমপি রুমিন ফারহানা।

বিদেশে থাকায় চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের এমপি হারুন অর রশিদ এবং অসুস্থতার কারণে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের এমপি আবদুস সাত্তার সশরীরে উপস্থিত ছিলেন না। তাদের পক্ষে স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন ব্যারিস্টার রুমিন ফারহানা।

স্পিকারের নিকট পদত্যাগপত্র জমাদানের ভিত্তিতে একাদশ জাতীয় সংসদের ছয়টি আসন শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে সংসদ সচিবালয়। কিন্তু চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের এমপি হারুন অর রশিদ দেশের বাইরে অবস্থান করায় লোক মারফত পদত্যাগপত্র পাঠানোয় তা গ্রহণ করা হয়নি।

সংসদ থেকে পদত্যাগ গণতান্ত্রিক আন্দোলনের প্রথম ধাপ উল্লেখ করে এমপি হারুন বলেন, ১০ ডিসেম্বর সমাবেশে যে ১০ দফা দাবি উত্থাপন করা হয়েছে, তার সবগুলো বাস্তবায়ন করা হবে। দেশের জনগণকে নিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে বিএনপি প্রতিজ্ঞাবদ্ধ। তার প্রমাণ পাওয়া গেছে দেশের সকল বিভাগে অনুষ্ঠিত গণসমাবেশে শত বাধা উপেক্ষা করে সাধারণ মানুষের উপস্থিতি।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours