প্লাস্টিক বর্জ্য দিয়ে কক্সবাজার সমুদ্র সৈকতে ৪২ ফুট উচ্চতার ‘বর্জ্য দৈত্য’ বানানো হয়েছে।
সমুদ্রে প্লাস্টিক দূষণ রোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জেলা প্রশাসন ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে এই প্লাস্টিক দৈত্য বানানো হয়েছে।
আজ (১৫ ডিসেম্বর) সৈকতের সুগন্ধা পয়েন্টে এ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান।
বিজয় দিবসের প্রাক্কালে সমুদ্র দূষণ রোধে সচেতনতা তৈরিতে এই ভাস্কর্য বানানো হয়েছে। এটি এশিয়ার সর্ববৃহৎ বর্জ্য ভাস্কর্য বলে দাবি ভাস্কর আবীর কর্মকারের। আবীর কর্মকারের সঙ্গে এ ভাস্কর্য তৈরিতে কাজ করেছেন শুভ্র, নির্ঝর, সাব্বির, বিপ্লব ও উজ্জল। সাত দিন প্রদর্শনীর পর এই ভাস্কর্যে লাগানো প্লাস্টিক পুনরায় প্রক্রিয়াজাত করা হবে বলে জানিয়েছেন বিদ্যানন্দ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকরা।
+ There are no comments
Add yours