বিএনপির পাঁচ নেতাকে কারাবিধি অনুযায়ী প্রাপ্য সুযোগ সুবিধা দেওয়া হয়েছে কি না, তা জানাতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী রোববারের মধ্যে রাষ্ট্রপক্ষকে এ তথ্য জানাতে বলা হয়েছে। পরবর্তীতে ঐদিন আদেশ দেবেন আদালত।
আজ(১৫ ডিসেম্বর) বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মাহমুদ বাশার।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মাহমুদ বাশার বিষয়টি নিশ্চিত করে বলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, দলটির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, সাবেক সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন এবং বরিশাল জেলা (দক্ষিণ) বিএনপির আহ্বায়ক ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবুল হোসেন খানকে কারাবিধি অনুযায়ী প্রাপ্য সুযোগ সুবিধা দেওয়া হয়েছে কি না তা জানতে চেয়েছেন হাইকোর্ট। আগামী রোববার রাষ্ট্রপক্ষকে এ তথ্য জানাতে নির্দেশ দিয়েছেন আদালত।
+ There are no comments
Add yours