ফটিকছড়ি উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সাবিবর রহমান সানির সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা শহীদ শফিকুন নুর মওলা মিলায়তনে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী এমপি,বিশেষ অতিথিছিলেন উপজেলা চেয়ারম্যান এইচ, এম,আবু তৈয়ব ভাইস-চেয়ারম্যান এডঃমুহাঃছালামত উল্লাহ চৌধুরী শাহী, স্বাগত বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি এটি,এম,কামরুল ইসলাম। বক্তব্য রাখনে বীর মুক্তিযোদ্ধা এমদাদুল ইসলাম চৌধুরী,বীর মুক্তিযোদ্ধা খয়রুল বশর, বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক,ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মুহাম্মদ মাসুদ ইবনে আনোয়ার, ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ হেলাল উদ্দিন ফারুকী।
মাস্টার মুহাম্মদ নাছির উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় অন্যান উপস্হিত ছিলেন উপজেলা কর্মকর্তা ডঃমুহাম্মদ ওমর ফারুক,কৃষি কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মুহাম্মদ আরিফিন আজিম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ডঃ সেলিম রেজা মৎস কর্মকর্তা মুহাম্মদ মিজানুর রহমান কর্মকর্তা বাবু দেবাশীষ দাস,পল্লী বিদ্যুৎ কর্মকর্তা মুহাম্মদ আব্দুস সালাম ফাইয়ার সার্ভিস কর্মকর্তা বাবু ডলার ত্রিপুরাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বীর মুক্তিযোদ্ধাগণ।
প্রধান অতিথি বলেন, বঙ্গবন্ধু ছিলেন—আছেন থাকবেন, মুক্তিযোদ্ধাগণ ছিলেন—আছেন থাকবেন এটা চির অম্লান। তিনি আরো বলেন, নির্বাচন সংবিধান রক্ষার জন্য যতসময়ে অনুষ্ঠিত হবে এটা কেউ রোকতে পারবেন।
২০২৪ সালের জানুয়ারি প্রথম সপ্তাহ বা ২০২৩ সালের ডিসেম্বর অনুষ্ঠিত হতে পারে।
+ There are no comments
Add yours