অপেক্ষার আর মাত্র তিন বছর। তারপর থেকেই আন্তর্জাতিক ফুটবল বিশ্বকাপের ঢংয়ে আরম্ভ হবে ক্লাব ফুটবল বিশ্বকাপ। প্রতিবছর এখনও ক্লাব বিশ্বকাপ আয়োজিত হয়। কিন্তু সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে মাত্র ৭ টি ক্লাব। এবার এই নিয়মে আসতে চলেছে পরিবর্তন। ঢেলে সাজানো হবে ক্লাব বিশ্বকাপের ফরম্যাটটি।
ফিফা বিশ্বকাপ ফাইনালে আগে এমনই অভিনব ঘোষণা এলো ফিফার তরফ থেকে। ঘোষণা করলেন স্বয়ং ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। এখনো পূরো পরিকল্পনা প্রস্তুত হয়নি। তবে ফিফা সভাপতি ইঙ্গিত দিয়েছেন যে ২০২৫ থেকে এই ফরম্যাটে ক্লাব বিশ্বকাপ চালু করা হবে।
আজ শনিবারের সংবাদ সম্মেলনে ফিফা সভাপতি সেই আসরের খানিকটা ধারণা দিয়েছেন, ‘আজকের কাউন্সিল সভায় ক্লাব বিশ্বকাপের বিষয়টি চূড়ান্ত হয়েছে। ৩২ দল নিয়ে চার বছর পর পর এই প্রতিযোগিতা হবে। বিশ্বকাপের আদলেই হবে। এই বিষয়ে আমরা সামনে আরো বিস্তারিত জানাব।’
জাতীয় দলের ৩২ দেশের বিশ্বকাপ আয়োজন করতে এক মাস সময় প্রয়োজন। ক্লাব বিশ্বকাপের ক্ষেত্রেও তেমন সময়ই লাগবে। ক্লাব ফুটবলে সূচি এমনিতেই ব্যস্ত। এর মধ্যে চার বছর পর পর এক মাস সময় বের করা কঠিনই হবে। ব্রিটিশ মিডিয়া ইতোমধ্যে এই প্রতিযোগিতার বাস্তবতা নিয়ে সমালোচনাও করেছে। এই প্রসঙ্গে ফিফা সভাপতি বলেন,‘ব্রিটিশ মিডিয়া কি বলেছে, আমি জানি না। তবে এই টুর্নামেন্ট ফুটবলের জন্যই দারুণ উপযোগী হবে। সবাই বেশ আগ্রহ নিয়েই দেখবে।’
ক্লাব বিশ্বকাপ ছাড়াও সেপ্টেম্বর, অক্টোবর এবং মার্চের আন্তর্জাতিক সূচি নিয়েও আজকের কাউন্সিল সভায় আলোচনা হয়েছে। দোহায় অনুষ্ঠিত কাউন্সিল সভায় উপস্থিত ছিলেন ফিফা সদস্য বাংলাদেশের নাগরিক মাহফুজা আক্তার কিরণ।
+ There are no comments
Add yours