রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে বিপ্লব করেছিলেন তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সেই বিপ্লবের দিকে এগিয়ে যাচ্ছেন। দেশ আজ উন্নয়নের এক বিস্ময়কর অগ্রযাত্রায় ধাবিত হচ্ছে।
তবে স্বাধীনতাবিরোধী অপশক্তি আজ অপপ্রচারে লিপ্ত। তাতে বিভ্রান্ত না হয়ে সকলকে সচেতন হতে হবে। বঙ্গবন্ধুর আদর্শকে সামনে রেখে অপশক্তির বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে।
আজ (১৬ ডিসেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এর আগে সকাল ৭.১৫ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে সকাল সাড়ে ৭টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এরপর থেকে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন হল ইউনিট, ছাত্র সংগঠন কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। সকাল ১০টায় সাবাস বাংলাদেশ চত্বরে বিজয় দিবসের আয়োজন করা হয়। সন্ধ্যা ৬টায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন অনুষ্ঠিত হবে।
+ There are no comments
Add yours