মালদ্বীপে নানা আয়োজনে বিজয় দিবস উদযাপন করেছেন প্রবাসী বাংলাদেশিরা।
শুক্রবার (১৬ ডিসেম্বর) দেশটিতে নিযুক্ত বাংলাদেশ হাই কমিশন প্রাঙ্গণে জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন ও পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়।
দিবসটি উপলক্ষে এদিন মালদ্বীপের রাজধানী মালের ন্যাশনাল ইউনিভার্সিটির অডিটোরিয়ামে আয়োজন করা হয় সান্ধ্যকালীন আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদ। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রী দেওয়া বাণী পাঠ করেন মিশনের দ্বিতীয় সচিব মিজানুর রহমান ভূঁইয়া, প্রশাসনিক কর্মকর্তা আব্দুস সালাম, মিজ শিরিন ফারজানা ও কল্যাণ সহকারী আল মামুন পাঠান।
বিজয় দিবসে উপলক্ষে অনূর্ধ্ব ১৯ মালদ্বীপের জাতীয় ক্রিকেট টিমের সঙ্গে প্রবাসী বাংলাদেশিদের ক্রিকেট টিমের প্রীতি ম্যাচের আয়োজন করা হয়। দেশটির জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এই ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়।
অপরদিকে দেশটিতে বাংলাদেশি প্রবাসীদের ১৬টি ফুটবল টিম নিয়ে আয়োজন করা হয় ‘ভিউ স্পোর্টস ক্লাব ফুটবল কাপ-২০২২’। বিজয় উৎসবের খেলাটি মালদ্বীপের জাতীয় একুভেনী ক্রিকেট ও ফুটবল প্র্যাকটিস মাঠে অনুষ্ঠিত হয়।
শুক্রবার সকাল ৭টা থেকে বিকেল ৫টা নাগাদ চলা এই ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করা অন্যান্য দলগুলোকে হারিয়ে (সিলেট এস এস) ধারাবাহিক জয়লাভ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এস এম আবুল কালাম আজাদ বলেন, বিজয় দিবসে প্রবাসীদের বিনোদনের জন্য প্রীতি ফুটবল আয়োজন করায় বাংলাদেশি হিসেবে মো. দুলাল হোসেনকে ধন্যবাদ। প্রবাসীদের সাময়িক সমস্যা নিরসনের হাই কমিশন নিরলসভাবে কাজ করা যাচ্ছেন।
+ There are no comments
Add yours