আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ ও ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল শেখ আবদুল হান্নান।
বিমান বাহিনী প্রধান বর্তমানে ভারত সফরে রয়েছেন এবং গতকাল (১৭ ডিসেম্বর) সেখানে এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
আজ (১৮ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় বার্তাসংস্থা পিটিআই এবং সংবাদমাধ্যম দ্য হিন্দু।
প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় বিমান বাহিনীর (আইএএফ) বিভিন্ন শাখার ফ্লাইট ক্যাডেটদের সম্মিলিত গ্র্যাজুয়েশন প্যারেডে শনিবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এয়ার মার্শাল শেখ আবদুল হান্নান। সেখানে তিনি বলেন, উভয় দেশের মধ্যে ‘নাভি সংযোগ’ রয়েছে এবং সেই সম্পর্ক ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর থেকে আরও গভীর হয়েছে।
তিনি আরও বলেন, ‘এই অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে উভয় দেশেরই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং আমাদের প্রতিরক্ষা বাহিনী নিয়মিত যৌথ মহড়া পরিচালনা করে যাতে আমাদের প্রচেষ্টায় সমন্বয় থাকে।’
১৯৭১ সালের ২৮ সেপ্টেম্বর ভারতের ডিমাপুরে বাংলাদেশ বিমান বাহিনীর জন্ম উল্লেখ করে বাংলাদেশের বিমান বাহিনী প্রধান বলেন, সেই ঐতিহ্য নিয়েই আজ উভয় দেশের মধ্যে পারস্পরিক আস্থা ও শ্রদ্ধাবোধ রয়েছে।
বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান আরও বলেন, ভারতীয় বিমান বাহিনী (আইএএফ) পরিবর্তিত পরিবেশের সাথে তাল মিলিয়ে চলছে এবং অফিসারদের প্রশিক্ষণের জন্য সম্প্রতি প্রশিক্ষণ পাঠ্যক্রম উন্নত করেছে।
+ There are no comments
Add yours