চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় নির্বাচনে হেরে পুলিশের ওপর হামলার ঘটনায় ৯৩ জনের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
আজ (১৮ ডিসেম্বর) আসামিরা চাঁপাইনবাবগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দিতে গেলে বিচারক হুমায়ুন কবির তাদের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে উচ্চ আদালত থেকে আসামিরা চার্জশিট এবং পুলিশ রিপোর্ট না দেওয়া পর্যন্ত জামিন পেয়েছিলেন। তবে সেই জামিন এবার বাতিল করলেন নিম্ন আদালত।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) মো. আবুল কালাম সাহিদ বলেন, চলতি বছরের ৬ জানুয়ারি ইউপি নির্বাচন পরবর্তী সহিংসতা হলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে পুলিশের ওপর গ্রামবাসী হামলা চালায়। এতে ৫ জন পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে দুটি মামলা দায়ের করে।
+ There are no comments
Add yours