নানা অনিয়মের দায়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনের ছয়টি ফার্মেসিকে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ (১৮ ডিসেম্বর) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্তের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় ওষুধ প্রশাসন অধিদপ্তরের তত্ত্বাবধায়ক মো. শাখাওয়াত হোসেন আকন্দ উপস্থিত ছিলেন।
ফার্মেসিগুলো হলোঃ রাইসা মেডিকেল হল, জমজম ফার্মেসি, বি কে ফার্মেসি, একুশে ড্রাগ হাউজ, জনতা ড্রাগ হাউজ ও সাহান মেডিকো।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, চট্টগ্রামের বৃহত্তম চমেক হাসপাতালের আশেপাশের বিভিন্ন ফার্মেসিতে ভেজাল ও অনুমোদনহীন ওষুধ বিক্রির অভিযোগ ছিল। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে রোববার বিভিন্ন ফার্মেসিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিপুল পরিমাণ অনুমোদনহীন বিদেশি, মেয়াদোত্তীর্ণ এবং চিকিৎসকদের জন্য সৌজন্যমূলক প্রদান করা ওষুধ জব্দ করা হয়। পরবর্তীতে উপস্থিত সবার সামনে ওষুধগুলো ধ্বংস করা হয়।
এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান চট্টগ্রাম প্রশাসনের এ শীর্ষ কর্মকর্তা।
+ There are no comments
Add yours