
এস. এম. তারেক, কক্সবাজার জেলা প্রতিনিধি :
কক্সবাজার সদরের জালালাবাদের কু-প্রস্তাবে রাজী না হওয়ায় জোর পূর্বক এক নারীর শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। ১০ নভেম্বর সন্ধ্যায় ওই ইউনিয়নের খামার প্রাড়া গ্রামে ভূক্তভোগী নারীর বসতঘরে এ ঘটনা ঘটেছে। অভিযুক্তের নাম শফি উল্লাহ (৩০)। সে একই এলাকার নুরুল হকের পুত্র। সংঘটিত ঘটনায় ভূক্তভোগী নারী বাদী হয়ে ১২ নভেম্বর ৫ জনকে বিবাদী করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানা গেছে। ভূক্তভোগী ( সংগত কারনে নাম প্রকাশ করা হলনা) একই এলাকার নুরুল আলমের বিবাহিত কন্যা। অভিযোগ সূত্রে প্রকাশ, গত ৮/৯ মাস পূর্বে স্বামীর সাথে মনোমালিন্যের জের ধরে উল্লেখিত এলাকায় নিজ পিত্রালয়ে বসবাস করে আসছেন নির্যাতিতা নারী। অভিযুক্ত ব্যক্তি ভূক্তভোগীর পার্শ্ববর্তী হওয়াতে প্রায়শঃ কু-প্রস্তাব ও উত্যক্ত করে আসছিল। এছাড়া ভূক্তভোগীর বাড়ির সামনে ওৎ পেতে থাকত এবং মাঝে মধ্যে বসতঘরে ইট, পাটকেল নিক্ষেপ করত। তারই ধারাবাহিকতায় গত ১০ নভেম্বর সন্ধ্যা ৬ টার দিকে ভূক্তভোগী নারী তার নিজ বসতঘরের পেছনে নলকুপে গোসল করতে গেলে পূর্বে থেকে ওৎ পেতে থাকা অভিযুক্ত শফি আলম তাকে ঝাপটে ধরে এবং যৌন নিপীড়ন করে এবং নির্যাতিতার শোর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে শফি আলম পালিয়ে যায়। ভূক্তভোগীর পরিবারের পক্ষ থেকে বিষয়টি তাৎক্ষণিকভাবে স্থানীয় চেয়ারম্যানকে অবগত করা হলে বিবাদীরা আরো ক্ষিপ্ত হয়ে উঠে এবং ১২ নভেম্বর বিকেল ৩ টা’র দিকে শফি আলমের নেতৃত্বে অপরাপর অভিযুক্তরা সংঘবদ্ধ হয়ে দা, লাঠি, লোহার রড ইত্যাদি দ্বারা সজ্জিত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করতে করতে নির্যাতিতের বসত ভিটায় অনধিকার প্রবেশ পূর্বক তাঁর পিতা নুরুল আলমকে মারধর করার জন্য হাঁকাবাকা করতে থাকে। এক পর্যায়ে বসত ঘর জবর দখল করে নেবে, খুন খারাবীর মত মারাত্মক ঘটনা ঘটাবে এবং বিভিন্ন মিথ্যে মামলায় জড়াবে মর্মে প্রকাশ্যে হুমকি ধমকি দিতে দিতে স্থান ত্যাগ করে। অভিযুক্তদের বিরুদ্ধে থানায় খুনসহ বিভিন্ন ফৌজদারী মামলা রয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়। নির্যাতিতা নারী জানান, তিনি ও তাঁর পরিবারের সদস্যরা বর্তমানে এক প্রকার গৃহবন্দী অবস্থায় দিনাতিপাত করছেন। এমতবস্থায়, এহেন পরিস্থিতি থেকে নিষ্কৃতি পেতে ভূক্তভোগী সংশ্লিষ্ঠ কতৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।
+ There are no comments
Add yours