কুষ্টিয়া সদর উপজেলায় বিশ্বকাপ ফুটবল খেলাকে কেন্দ্র করে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের সংঘর্ষে চারজন আহত হয়েছেন।
গতকাল (১৮ ডিসেম্বর) রাত ১টার দিকে উপজেলার হরিপুরে টাইব্রেকারে আর্জেন্টিনা জেতার পর পরই এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- আখের আলী প্রমানিকের ছেলে মোফাজ্জল হোসেন (৪২), মৃত দিরপ আলী মন্ডলের ছেলে সায়েম আলী (৫৬), আহমদ আলী মন্ডলের ছেলে জুয়েল (৩৫) ও অমিত হাসান (৩০)। তারা কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের হরিপুর গ্রামের দারগাপাড়ার বাসিন্দা। আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা বলেন, খেলা নিয়ে আর্জেন্টিনা এবং ব্রাজিল সমর্থকদের মধ্যে বাগবিতণ্ডার এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়ায়। এ ঘটনায় দুই পক্ষের প্রায় ১০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে হাসপাতালে চারজন চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন খবর বাংলাকে বলেন, হরিপুরে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এখন কেউ লিখিত অভিযোগ দেয়নি।
+ There are no comments
Add yours