একাদশ জাতীয় সংসদের ২১তম অধিবেশন শুরু হচ্ছে আগামী ৫ জানুয়ারি।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন।
আজ (১৯ ডিসেম্বর) বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালাম সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
একটি অধিবেশন শেষ হওয়ার পর ৬০ দিনের মধ্যে আরেকটি অধিবেশন আহ্বানের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। সে অনুযায়ী ২০২৩ সালের ৫ জানুয়ারি বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের সংসদকক্ষে ২১তম অধিবেশন শুরু হবে।
+ There are no comments
Add yours