চট্টগ্রামে শুরু হয়েছে দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা।
আজ (১৯ ডিসেম্বর) সকালে নগরের এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়ামে বেলুন উড়িয়ে এবং লাল ফিতা কেটে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আবু রায়হান দোলনসহ সরকারের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মেলায় অংশ নিয়েছে সরকারি ২২ প্রতিষ্ঠান। এখানে ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্টের আবেদন, সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে অন্তর্ভুক্তির আবেদন, অনলাইনে জিডি করা, ই-মিউটেশন, জন্ম-মৃত্যু নিবন্ধন, কোভিডের টিকা কার্ড সংশোধন, সিটি কর্পোরেশনের হোল্ডিং ট্যাক্স প্রদান, ট্রেড লাইসেন্সের আবেদন ও নবায়ন, ইউনিয়ন ডিজিটাল সেন্টারের সব সেবাগুলো সরাসরি দেওয়ার ব্যবস্থা রয়েছে। মেলায় বিআরটিএ’র স্টল থেকে পাঁচ হাজার ব্যক্তিকে ড্রাইভিং লাইসেন্স দেওয়া হবে বলে জানা গেছে।
উদ্বোধনের পর জেলা প্রশাসক সহ অন্যান্য কর্মকর্তারা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
+ There are no comments
Add yours