ভারতে অবৈধভাবে গরু আনতে গিয়ে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের গুলিতে মো. শামিম রেজা (২৫) নামে এক রাখাল নিহত হয়েছেন। এছাড়া গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও এক রাখাল।
আজ (১৯ ডিসেম্বর) ভোররাতে শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের ওপারে ভারতের চাঁদনিচক এলাকার মরাগঙ্গা নদীতে এ ঘটনা ঘটেছে।
আহত গুলিবিদ্ধ রাখাল একই উপজেলার পাঁকা ইউনিয়নের বিশরশিয়া গ্রামের পোড়াপাড়া মহল্লার মৃত সোহবুল হকের ছেলে শরিফুল ইসলাম (৩৩)। সোমবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা পর্যন্ত মরদেহ ভারতের মাটিতেই ছিল বলে জানিয়েছে নিহতের পরিবার।
নিহতের স্বজন মোশাররফ হোসেন বলেন, গতকাল (রোববার) সন্ধ্যায় গরু আনার জন্য কয়েকজন রাখালের সঙ্গে ভারতের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় শামিম রেজা। এরপর অন্যরা বাড়ি ফিরে এলেও নিখোঁজ রয়েছে শামিম। ফিরে আসা গরুর রাখালরা জানান, শামিম রেজা বিএসএফের গুলিতে মারা গেছে।
বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি চাঁপাইনবাবগঞ্জ ৫৩ ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাহিদ হোসেন গণমাধ্যমকে বলেন, সকাল থেকেই এমন নিহতের গুঞ্জন আমরাও শুনেছি। তবে নিহত বা আহতদের পরিবার এ বিষয়ে আমাদের কিছু জানায়নি। এ বিষয়ে তারা জানালে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হবে। এ নিয়ে বিজিবি সদস্যরাও মাঠে কাজ করছে। তথ্য পেলে ব্যবস্থা নেওয়া হবে।
+ There are no comments
Add yours