
আগামী ২১ ডিসেম্বর শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির (জবিশিস) কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৩ ঘিরে ইশতেহার ঘোষণা করেছে আওয়ামীপন্থি শিক্ষকদের সংগঠন নীলদলের দুই পক্ষ।
আজ (১৯ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয় নীলদলের একাংশ এবং অপর অংশ দুপুর ২টায় জবি শিক্ষক মিলনায়তনে সংবাদ সম্মেলনের মাধ্যমে আলাদা নির্বাচনী ইশতেহার ঘোষণা করে।
দুপুর ১টার সংবাদ সম্মেলনে অধ্যাপক ড. মো আইনুল ইসলাম, অধ্যাপক ড. আবুল কালাম মো. লুৎফর রহমান প্যানেল ঘোষণা করেন। এই প্যানেলে সভাপতি পদে অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম, সহ সভাপতি পদে গণিত বিভাগের অধ্যাপক ড. মো. সারোয়ার আলম, কোষাধ্যক্ষ পদে ম্যানেজমেন্ট স্টাডিস বিভাগের মিরাজ হোসেন, সাধারণ সম্পাদক পদে রসায়ন বিভাগের অধ্যাপক ড. আবুল কালাম, মো. লুৎফর রহমান এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদে উদ্ভিদবিজ্ঞান বিভাগের গোলাম আদম নির্বাচন করবেন।
শিক্ষকদের এ নির্বাচনে ১৫টি পদের বিপরীতে লড়ছেন ৩০ শিক্ষক। তাদের মধ্যে সভাপতি, সহ সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ পদে একজন করে নির্বাচিত হবেন এবং সদস্য পদে ১০ জন শিক্ষক নির্বাচিত হবেন। ৬৭৫ জন শিক্ষক এ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন। তবে নির্বাচন অংশ নেয়নি বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন সাদাদল। আট বছর পর এবার নির্বাচনে অংশ নেওয়ার গুঞ্জন থাকলেও প্যানেল ঘোষণা করেননি তারা। নির্বাচনে সাদাদলের দেড় শতাধিক ভোটার হয়ে উঠেছেন নীলদলের প্রভাবক।
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                        
                
                                    
                                    
                                    
                            
                            
                            
                                                        
                                
                        
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
+ There are no comments
Add yours