এবারের বিশ্ব আসরে বাংলাদেশকে নিয়ে আলোচনা হয়েছে মূলত বিশ্বকাপে বাংলাদেশিদের আর্জেন্টিনা সমর্থনের কারণে।
হাজার হাজার কিলোমিটার দূরের দেশ বাংলাদেশকে তাদের ভালোবাসার জন্য টুর্নামেন্টের মধ্যেই ধন্যবাদ জানিয়েছিল আর্জেন্টিনা। টুর্নামেন্ট শেষেও বাংলাদেশের সমর্থকদের ধন্যবাদ জানিয়েছে দেশটির ফুটবল ফেডারেশন।
বিশ্বকাপ ফুটবল মানেই বাংলাদেশে লিওনেল মেসিদের নিয়ে উন্মাদনা। গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যানে এ উন্মাদনা দেশের গন্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক গণমাধ্যমেও এসেছে।
টুইটারে বাংলাদেশে আর্জেন্টাইন সমর্থকদের উল্লাসের একটি ভিডিও শেয়ার করে তারা লিখেছে,
‘ধন্যবাদ বাংলাদেশ। ধন্যবাদ কেরালা, ভারত এবং পাকিস্তান। তোমাদের সমর্থন অসাধারণ ছিল।’
বিশ্বকাপের মধ্যেই আর্জন্টাইন কোচ লিওনেল স্ক্যালোনি জানতে পারেন বিষয়টা। সেদিনই ম্যাচ পূর্ববর্তী প্রেস কনফারেন্সে তিনি এতো এতো ভালোবাসার জন্য ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশকে।
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের পর সোমবার কয়েকটি দেশকে ধন্যবাদ জানিয়ে নিজেদের অফিশিয়াল টুইটারে পোস্ট করেছে আর্জেন্টিনার ফুটবল ফেডারেশন। সেখানে বাংলাদেশের পাশাপাশি কেরালাসহ সমগ্র ভারত এবং পাকিস্তানকে ধন্যবাদ জানানো হয়েছে। তবে বিশেষ গুরুত্বের সঙ্গে উল্লেখ করা হয়েছে বাংলাদেশের নাম।
+ There are no comments
Add yours