কিন্ডারগার্টেন এডুকেশন এসোসিয়েশন কর্তৃক পরিচালিত ২২তম কেয়া গোল্ড মেডেল বৃত্তি পরীক্ষা”২২ সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার(২০ ডিসেম্বর) এক যোগে চট্টগ্রামের হাটহাজারীসহ রাউজান, রাঙ্গুনিয়া, বন্দর, ইপিজেট, পতেঙ্গা, কাতালগঞ্জ, হামজারবাগ মোট আটটি কেন্দ্রে সকাল ১০ থেকে দুপুর ১ টা পর্যন্ত ১ম থেকে ৫ম শ্রেণীর প্রায় ২ হাজার শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ গ্রহন করেন।
হাটহাজারীতে পরীক্ষা চলাকালীন পরিদর্শনে ছিলেন, কিন্ডারগার্টেন এডুকেশন এসোসিয়েশনের চেয়ারম্যান অধ্যাপক ছৈয়দ হাফেজ আহমেদ, জামেয়া অদুদিয়া সুন্নিয়া ফাযিল (ডিগ্রি) মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আল্লামা জাকের আহমদ ছিদ্দিকী, পরিচালনা পরিষদের সদস্য মাওলানা ছৈয়দ রফিকুল ইসলাম তাহেরী, ফায়ার সার্ভিস বিভাগীয় সাবেক ডাইরেক্টর মোহাম্মদ সোলাইমান চৌধুরী, নাজিরহাট ডিগ্রী কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. সাইফুল ইসলাম মহসীন, বাস শ্রমিক ইউনিয়নের সাবেক সেক্রেটারী মোহাম্মদ জাফর আলম, হাটহাজারী অদুদিয়া এতিমখানা পরিচালনা কমিটির সম্পাদক সৈয়দ মো. মহসীন, ফটিকছড়ি কিন্ডারগার্টেন এসোসিয়েশনের চেয়ারম্যান অধ্যক্ষ সৈয়দুল আজাদ, অধ্যক্ষ মো. ইমরান, কেয়ার কর্মকর্তা মোহাম্মদ নাজিম উদ্দিন, অধ্যক্ষ মো. ইসমাইল, অধ্যক্ষ মোহাম্মদ নূরুল মোস্তফা অধ্যক্ষ মিসেস রোকেয়া বেগম প্রমুখ।
+ There are no comments
Add yours