আওয়ামী লীগের ২২তম জাতীয় কাউন্সিলের মূল প্রতিপ্রাদ্য ঠিক করা হয়েছে- ‘উন্নয়ন অভিযাত্রায় দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে।’
আজ (২০ ডিসেম্বর) আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও অর্থ-উপ কমিটির আহ্বায়ক কাজী জাফর উল্লাহ সম্মেলনের মঞ্চ পরিদর্শনে গিয়ে এ কথা জানান।
কাজী জাফর উল্লাহ বলেন, আওয়ামী লীগের কাউন্সিলে কমপক্ষে ১ লাখ লোকের সমাবেশের জন্য আমাদের প্রস্তুতি নেওয়া হচ্ছে। আমাদের এবারের কাউন্সিলের প্যান্ডেলটা ‘ল’ শেপ হবে। এতে ৩০ থেকে ৩৫ হাজার লোকের বসার আয়োজন থাকবে। এবারের কাউন্সিলে মঞ্চটা হবে নৌকার আদলে।
তিনি আরও বলেন, গতবার আমাদের সম্মেলন ছিল দুই দিন ব্যাপী ছিল।
এবার সম্মেলন হবে একদিনের। প্রথম অধিবেশনের পরে দ্বিতীয় অধিবেশনের আগে নামাজ ও খাওয়ার জন্য একটা বিরতি হবে। আমাদের দ্বিতীয় অধিবেশনে ৭ হাজার কাউন্সিলের মতামতের ভিত্তিতে নতুন কমিটি করা হবে। সেই অপেক্ষায় আমরা সবাই থাকব।
+ There are no comments
Add yours