দাওয়াতি কার্ডে যা লিখেছে আওয়ামী লীগ

Estimated read time 1 min read
Ad1

আগামী (২৪ ডিসেম্বর) আওয়ামী লীগের ২২তম জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে। এরই মধ্যে সম্মেলনের ভিআইপি অতিথি, কাউন্সিলর ও ডেলিগেটদের দাওয়াত কার্ড বিতরণ শুরু করা হয়েছে।

আজ (২১ ডিসেম্বর) সকালে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে কাউন্সিলর/ডেলিগেটদের কার্ড বিতরণ শুরু হয়।

আওয়ামী লীগের ২২তম জাতীয় কাউন্সিলের দাওয়াতে কার্ডের প্রথম পাতায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি দিয়ে ডিজাইন করা হয়েছে। সেখানে পদ্মা সেতু, মেট্রোরেল, রুপপুর পারমাণবিক বিদুৎকেন্দ্র, পায়রা বন্দর ও বঙ্গবন্ধু স্যাটেলাইটের ছবি যুক্ত করা হয়েছে।

প্রথম পাতায় ‘উন্নয়ন অভিযাত্রা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের উন্নত, সমৃদ্ধ ও ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বাংলাদেশ আওয়ামী লীগ এর ২২তম জাতীয় সম্মেলন ২০২২’ প্রতিপাদ্য লেখা হয়েছে।

দাওয়াতি কার্ডের তৃতীয় পাতায় লেখা রয়েছে- 

সুধী

সালাম নেবেন

লড়াই-সংগ্রাম ইতিহাস ও ঐতিহ্যের গৌরবময় প্রতিষ্ঠান বাংলাদেশ আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন আগামী ২৪ ডিসেম্বর ২০২২ শনিবার সকাল ১০.৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। বাংলাদেশের চলমান উন্নয়ন অভিযাত্রায় স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে অনুষ্ঠিতব্য এই সম্মেলনের শুভ উদ্বোধন করবেন আওয়ামী লীগের সভাপতি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা এমপি। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে আপনার উপস্থিতি আমাদের অনুপ্রাণিত করবে।

ধন্যবাদসহ

ওবায়দুল কাদের

সাধারণ সম্পাদক আওয়ামী লীগ।

আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল উপলক্ষে সারা দেশ থেকে ৭ হাজার কাউন্সিলর এবং ১ লক্ষাধিক ডেলিগেট অংশ নেবেন।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours