আজিজুল হক চৌধুরীঃ
বোয়ালখালীবাসীর দুঃখ খ্যাত কালুরঘাট সেতুর খড়গ যেন কাটছেই না কোনমতে। নিয়মিত যানজট জনজটে অতিষ্ঠ জনগণের দূর্ভোগে নতুন মাত্রা যোগ করে সংস্কার নামক ভোগান্তি।
এবছর ৩ দফা সংস্কার হলেও সেতুর অবস্থা আগের মতই আছে, সর্বশেষ গত জুলাই মাসে কালুরঘাট সেতুর সংস্কার কাজ হয়েছিল, সেই সময় কাজের মান নিয়ে ব্যাপক আপত্তি ও আলোচনা সমালোচনা হয়েছিল সেতু ব্যবহারকারি ও স্থানীয় জনগণের মধ্যে।
সংস্কার কাজের সেই সময়ের আপত্তি ও অভিযোগ সংশ্লিষ্ট দফতরগুলোকে জানিয়েছিলেন এডভোকেট সেলিম নামের এক আইনজীবী। কাজের জন্য প্রায় ৫২ লক্ষ টাকা বরাদ্দ দেয়া হলেও কাজের কাজ কিছুই হয়নি বলে জানান সেতু ব্যবহারকারীরা।
গত ১৩ জুলাই থেকে ১৯ জুলাই পর্যন্ত রাতের বেলা সেতু বন্ধ রেখে জনগণকে চরম দূর্ভোগে ফেলে কি কাজ করা হয়েছিল বলে দাবী করেন দক্ষিণ চট্টগ্রামবাসী। ঐ সময় কাজের কাজ কিছুই না হওয়ার কারণে ফের সাড়ে তিন মাসের মাথায় আবারো কালুরঘাট সেতু সংস্কার কাজের জন্য আগামী ১৬ নভেম্বর থেকে ২৫ নভেম্বর বন্ধ ঘোষণা করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।
এ নিয়ে গত শুক্রবার সেতু বন্ধের নোটিশ জারি করা হলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয় সেতু ব্যবহারকারিদের মাঝে। তারা মনে করেন গত জুলাই মাসে করোনার কারণে লকডাউন হওয়ায় কাজ করার ব্যাপক সুযোগ থাকার পরেও কর্তৃপক্ষ অবহেলা করেছে। এখন জনগণকে দূর্ভোগে ফেলে ফের সংস্কারের নামে জনগণের টাকা আত্মসাৎ ছাড়া আর কিছুই নয় বলে তারা দাবি করেন।
সংস্কার কাজে নিয়োজিত ঠিকাদার সমীকরণ তালুকদার জানান, ঠিকাদারি প্রতিষ্ঠান এবি কনস্ট্রাকশন এক বছরের জন্য সেতু মেরামতের কাজ পেয়েছে। যা এক সাথে করা আদৌ সম্ভব নয়। ৪র্থ দফায় কাজ শুরু হবে ১৬ নভেম্বর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত। কাজ করতে গেলে তো সেতু বন্ধ রাখতেই হবে।
এ বিষয়ে জানতে চাইলে রেলওয়ে পূর্বাঞ্চলীয় জিএম সরদার শাহাদাত আলী জানান, সংস্কার কাজের জন্য এ মাসে কালুরঘাট সেতু বন্ধ হওয়ার বিষয়টি সম্পর্কে আমি অবগত নয়।
+ There are no comments
Add yours