শীঘ্রই শুরু হতে যাচ্ছে নবগঠিত ঈদগাঁও থানার কার্যক্রম – এসপি হাসানুজ্জান

Estimated read time 0 min read
Ad1

এস. এম. তারেক, কক্সবাজার জেলা প্রতিনিধিঃ

কক্সবাজার সদরের ঈদগাঁওতে “শ্রীঘ্রই শুরু হতে যাচ্ছে নবগঠিত ঈদগাঁও থানার কার্যক্রম। থানার কার্যক্রম শুরু হলে বৃহত্তর ঈদগাঁওর ৫টি ইউনিয়নের বিপুল সংখ্যক জনগোষ্ঠেী আরো সহজে পুলিশি সেবার আওতায় আসবেন। কোন লোক পুলিশ দ্বারা হয়রানি হবেনা।

এলাকায় যাতে কোন ধরনের অপরাধ সংগঠিত হতে না পারে সেজন্য পুলিশ কাজ করে যাবে। কক্সবাজারের জেলা পুলিশ সবসময় মানুষের কল্যানে কাজ করবে। সঠিক তদন্তের মাধ্যমে অপরাধীদের সনাক্ত করে আইনের আওতায় আনা হবে”। কক্সবাজারের নবাগত পুলিশ সুপার হাসানুজ্জামান নবগঠিত ঈদগাঁও থানার কার্যক্রম শুরু এবং থানা কমপ্লেক্স স্থাপনের জায়গা পরিদর্শণ উপলক্ষে ১৫ নভেম্বর বিকেল ৫ টা’য় ঈদগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে আয়োজিত মত বিনিময় সভায় একথা বলেন।

ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রে পুলিশের জনবল সংকট সম্পর্কিত এক প্রশ্নের জবাবে এসপি হাসানুজ্জামান ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রে শ্রীঘ্রই জনবল আরো বাড়ানো হবে বলে তিনি উপস্থিতদের আশ্বস্ত করেন। মত বিনিময় সভায় এসএসপি সদর সার্কেল মামুন আল ইসলাম, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু তালেব, মুক্তিযোদ্ধা কমান্ডার ডা. শামশুল হুদা, জালালাবাদের ইউপি চেয়ারম্যান ইমরুল হাসান রাশেদ, ঈদগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছৈয়দ আলম, ইসলামাবাদ ইউপি চেয়ারম্যান নুর ছিদ্দিক, মুক্তিযোদ্ধা মাস্টার নুরুল আজিম, ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি মোঃ আবদুল হালিম, ঈদগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ রফিকুল ইসলাম, ঈদগাঁও বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি শাহেনেওয়াজ মিন্টু, যুবলীগ নেতা হুমায়ুন কবির হিমু, কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক এমইউপি, জনপ্রতিনিধি, সাংবাদিক, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ এবং আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীগন উপস্থিত ছিলেন। মতবিনিময় সভা শেষে তিনি ঈদগাঁও আলমাছিয়া গেইট সংলগ্ন সিকদার ব্রীক ফিল্ডের পার্শ্বে নবগঠিত ঈদগাঁও থানার থানা ভবনের জায়গা পরিদর্শণ করেন।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours