পুলিশের পাঁচ পদে রদবদল এনেছে সরকার।
আজ (২২ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন ডিআইজি মো. আনিসুর রহমান। তিনি অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বর্তমান কমিশনার ডিআইজি আবু কালাম সিদ্দিককে সিআইডিতে বদলি করা হয়েছে।
এ বিভাগের আরেক প্রজ্ঞাপনের মাধ্যমে পুলিশ সুপার সুব্রত কুমার হালদারকে রাজশাহী সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমি এবং পুলিশ সুপার আব্দুল হালিমকে ঢাকা ট্রাফিক ড্রাইভিং স্কুলের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক (অপারেশন্স) হিসেবে দায়িত্ব পালন করা কুসুম দেওয়ানকে সিআইডির ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে। ডিআইজি আজাদ মিয়াকে শিল্প পুলিশের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি মাহবুবুর রহমানকে সিআইডিতে বদলি করা হয়েছে।
+ There are no comments
Add yours