মোঃ জয়নাল আবেদীন,সীতাকুণ্ড চট্টগ্রাম:
উত্তর চট্টগ্রামের সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে ছাই হয়ে গেছে ৫ টি দোকান।এতে আনুমানিক ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়। উক্ত ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন কুমিরা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স সদস্যগণ।
১৫ নভেম্বর রবিবার (২০২০) সাড়ে ১২ টার সময় উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের অক্সিজেন রোড এলাকায় পুরাতন জাহাজের মালামালের দোকানে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসময় ৫ টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে বলে জানা যায়।
ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের কুমিরা স্টেশনের অফিসার মোঃ আব্দুল আলিম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে কয়েক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের সদস্যরা।এ ঘটনায় ৫টি দোকান ভস্মীভূত হয়েছে বলে জানান তিনি।
স্থানীয় বাসিন্দা ও ব্যাবসায়ীরা জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ৫ টি ব্যবসায়িক প্রতিষ্ঠান পুড়ে গেছে। আগুনে পুড়ে ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হয়েছে।
+ There are no comments
Add yours