চট্টগ্রামে জামায়াতের আমিরসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা

Estimated read time 1 min read
Ad1

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানা এলাকায় জামায়াতের মিছিল থেকে পুলিশের ওপর হামলার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

আজ (২৪ ডিসেম্বর) দুপুরে থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুজ্জামান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় নগর জামায়াতের আমির মাওলানা মুহাম্মদ শাহজাহান ও সাধারণ সম্পাদক নুরুল আমিন এবং গ্রেপ্তার ৯ জনসহ মোট ১৮ জনকে আসামি করা হয়। এছাড়া মামলাটিতে অজ্ঞাতনামা ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়।

গ্রেপ্তার হওয়া অভিযুক্তরা হলেন, মাসুদ পারভেজ (৩৫), ইমরান হোসেন (২২), শেখ তাজুল ইসলাম (৩৫), বেলাল হোসেন (৪১), মোহাম্মদ তৌহিদুজ্জামান (৩৮), মো. ইসলাম (৩৯), মো. ইসমাইল দাউদ (৩৩), মো. সোহেল (২৬) ও নুর মোহাম্মদ (৩০)।

পুলিশ সূত্র জানায়, শনিবার সকালে হাজারখানেক নেতাকর্মী জড়ো হয়ে বহদ্দারহাট, শুলকবহর ও মুরাদপুর এলাকায় বিক্ষোভ মিছিল শুরু করে জামায়াত। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে জামায়াত নেতাকর্মীরা দ্রুত পালিয়ে যান। যাওয়ার সময় তারা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেন তারা। এতে পাঁচলাইশ থানার এসআই কামরুজ্জামানসহ ২ পুলিশ সদস্য আহত হন। এছাড়া পুলিশের গাড়ির একটি আয়না ভেঙে যায়।

এরপর ঘটনাস্থলে অভিযান চালিয়ে বেশ কয়েকজন জামায়াতের নেতাকর্মীকে আটক করে পুলিশ। পরে থানায় যাচাই-বাছাই শেষে ৯ জনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়। একই সঙ্গে পলাতক ৯ জনসহ মোট ১৮ জনের নাম উল্লেখ করে দণ্ডবিধি আইনের ১৪৩, ৩৩২, ৩৫৩, ৪২৭ ধারায় মামলা করা হয়।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours