সুন্দরবনে বিশেষ অভিযানে র‌্যাব

Estimated read time 1 min read
Ad1

দস্যুমুক্ত সুন্দরবন টিকিয়ে রাখতে ও মৎস্যজীবীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ অভিযান শুরু করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

গতকাল (২৪ ডিসেম্বর) দুপুর থেকে একটি বিশেষ আভিযানিক দল ‘এলিট টাইগার্স’ ট্রলারযোগে সুন্দরবনে প্রবেশ করেছে।

র‌্যাবের আভিযানিক এই দলটি সুন্দরবনের শরণখোলা, জয়মনি, বড়ইতলা, আন্ধারমনিক, মৃগামারি এলাকাসহ বনের শ্যালা নদীর বিভিন্ন শাখায় অভিযান চালাবে। এছাড়া অভিযানের জন্য র‌্যাবের আরেকটি দলকে একটি স্পিডবোট ও বেঙ্গল টাইগার্স নামে অপর একটি ট্রলারসহ পূর্ণপ্রস্তুতি সহকারে স্ট্যান্ডবাই রাখা হয়েছে।

গত ১৫ ডিসেম্বর একটি নব্য বনদস্যু দল সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের বেড়ীর খাল ও হরমাল খাল এলাকা থেকে ১৫ জেলেকে মুক্তিপণের দাবিতে অপহরণ করে। অপহরণের ৬ দিন পর দস্যুদের কবল থেকে অপহৃত জেলেরা ছাড়া পায়।

র‌্যাব-৬ জানায়, সুন্দরবনে বিশেষ এই অভিযানের উদ্দেশ্য হলো- সাম্প্রতিক নব্য বনদস্যুদের চিহ্নিত করে তাদের আইনের আওতায় আনা, দস্যুমুক্ত সুন্দরবনের স্থায়িত্ব রক্ষার জন্য নৌ-পুলিশ, বন বিভাগ এবং কোস্টগার্ডের সঙ্গে সমন্বয়সাধন, মাঠপর্যায়ে সুন্দরবনে অভিযান পরিচালনার স্থান রেকি করা, আত্মসমর্পণকারী বনদস্যুদের সঙ্গে সমন্বয় করা, সুন্দরবনে র‌্যাবের উপস্থিতি ও কার্যক্রম সম্পর্কে জানান দেওয়া। এছাড়া জরুরি প্রয়োজনে বনদস্যুদের বিরুদ্ধে ঝটিকা অভিযান পরিচালনা করা, মৎস্যজীবীদের নিরাপত্তাবিষয়ক তথ্য সংগ্রহ ও নিরাপত্তার আশ্বস্ততা প্রদান এবং দরিদ্র মৎস্যজীবীদের শীতবস্ত্র বিতরণসহ মানবিক সহায়তা প্রদান করা হবে।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours