আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল শুরু

Estimated read time 1 min read
Ad1

ঘন কুয়াশার কারণে আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে।

আজ (২৬ ডিসেম্বর) সকালে কুয়াশার ঘনত্ব কমে গেলে ফেরি চলাচল শুরু হয়। কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে নৌ-দুর্ঘটনা এড়াতে ভোর ৬টা ১০ মিনিট থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ। এ সময় দৌলতদিয়া প্রান্তে শতাধিক যানবাহন আটকা পড়ে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাউদ্দিন গণমাধ্যমকে বলেন, কুয়াশার কারণে আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। ফেরি বন্ধ থাকায় ঘাটে শতাধিক যানবাহন আটকা পড়েছিল। যানবাহনগুলো সিরিয়াল অনুযায়ী পার করা হচ্ছে। বর্তমানে এই নৌরুটে ১২টি ফেরি চলাচল করছে।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours