রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে সংরক্ষিত নারী ওয়ার্ড কাউন্সিল নির্বাচনে অংশ নেবেন হিজড়া জনগোষ্ঠীর দুজন।
আগামী রাসিক নির্বাচনে সংরক্ষিত তিনটি করে ছয়টি ওয়ার্ডের নির্বাচনে অংশ নেবেন তারা। ইতোমধ্যে শুভেচ্ছা পোস্টার ছাপিয়ে নির্বাচনী ওয়ার্ডগুলোতে তাদের ছবি টাঙানো হয়েছে।
গতকাল (২৫ ডিসেম্বর) তৃতীয় লিঙ্গের সুলতানা আহমেদ সাগরিকা ও আবু হাসনা পলি নিজেদের নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেবলেন, শুভেচ্ছা পোস্টারের মাধ্যমে নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি জানান দিচ্ছি ওয়ার্ডবাসীদের। এই প্রথম হিজড়া জনগোষ্ঠীর কেউ রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেওয়ার লক্ষ্যে প্রচার চালাচ্ছে। যদিও নির্বাচনের এখনও অনেকদিন সময় আছে। তার আগেই আমরা নির্বাচনে অংশ নিতে ওয়ার্ডবাসীদের স্বাগত জানাচ্ছি।
জানা গেছে, রাজশাহী সিটি করপোরেশের ১৯, ২০ ও ২১ নম্বর ওয়ার্ডে নির্বাচনে অংশ নেবেন সুলতানা আহমেদ সাগরিকা। তিনি রাজশাহী দিনের আলো হিজড়া সংঘের সাধারণ সম্পাদক। সম্প্রতি ইংরেজি বছরের শুভেচ্ছা পোস্টার নির্বাচনী ওয়ার্ডে লাগিয়ে আলোচনায় এসেছেন তিনি। পোস্টারে তিনি লিখেছেন- ‘১৯, ২০ ও ২১ নম্বর ওয়ার্ডবাসীকে জানাই নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন।
সংরক্ষিত নারী কাউন্সিলর হিসেবে আপনাদের দোয়া ও সর্মথন প্রত্যাশী।’ এছাড়া রাসিকের ১, ২ ও ৪ নম্বর সংরক্ষিত নারী কাউন্সিলর হিসেবে নির্বাচন করবেন আবু হাসনা পলি। তিনি একই হিজড়া সংঘের যুগ্ম সাধারণ সম্পাদক। নির্বাচনে অংশ নিতে তিনিও ওয়ার্ডগুলোতে প্রচার-প্রচারণা শুরু করেছেন। মঙ্গলবার থেকে তার পোস্টার টাঙানো হবে।
+ There are no comments
Add yours