রেড ক্রিসেন্টের রক্ত পরিসঞ্চালনে যুক্ত হলো আরও ১২ শয্যা

Estimated read time 0 min read
Ad1

থ্যালাসেমিয়া, ক্যান্সার ও অন্যান্য রোগীদের বিশুদ্ধ রক্ত পরিসঞ্চালনের মধ্য দিয়ে সেবার পরিধি বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ঢাকা রক্ত কেন্দ্র নতুন করে আরও ১২টি শয্যা সংযুক্ত করেছে। ফলে রেড ক্রিসেন্ট ঢাকা রক্ত কেন্দ্র সর্বমোট ২৫টি শয্যার মাধ্যমে রক্ত পরিসঞ্চালন সেবা দিতে পারবে।

আজ (২৬ ডিসেম্বর) সোসাইটির রক্ত কর্মসূচির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে এর উদ্বোধন করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল এটিএম আবদুল ওয়াহ্হাব (অব)।

কেন্দ্রের থ্যালাসেমিয়া ওয়ার্ড ও ল্যাব পরিদর্শন করে তিনি বলেন, সরকারের অনুমোদিত রক্তদান কেন্দ্র হিসেবে ১৯৮১ সাল থেকে রক্ত সংগ্রহ ও বিতরণ কার্যক্রম চালিয়ে আসছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। রেড ক্রিসেন্ট ঢাকা রক্ত কেন্দ্রের ১৩টি শয্যার মাধ্যমে সপ্তাহে ছয় দিন থ্যালাসেমিয়া, ক্যান্সার ও অন্যান্য রোগীদের রক্ত পরিসঞ্চালন সেবা দেওয়া হয়। নতুন করে শয্যা বাড়ানোর মাধ্যমে এই সেবার পরিধি আরও বাড়াতে পেরে আমরা আনন্দিত।

অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত থেকে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব কাজী শফিকুল আযম বলেন, থ্যালাসেমিয়া রোগের চিকিৎসা পদ্ধতি খুবই জটিল এবং অত্যন্ত ব্যয়বহুল। রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্রগুলো থ্যালাসেমিয়া, ক্যান্সারসহ জটিল রোগে আক্রান্ত মানুষের মধ্যে বিশুদ্ধ রক্ত সরবরাহ করতে যে উদ্যোগ নিয়েছে তা ব্যয়বহুল এই চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস। সুস্থ মানুষকে নিয়মিত রক্ত প্রদানেও আহ্বান জানান তিনি।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours