ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার নারায়নহাটে বেপরোয়া গতিতে আসা বাসের চাকায় পিষ্ট হয়ে মারা গেছে ওসমান (২০) নামে এক যুবক।
আজ (২৬ ডিসেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার চট্টগ্রাম-রামগড় সড়কের নারায়ণহাট ভাঙ্গা পুল সংলগ্ন এলাকায় বিপরীত দিক থেকে আসা বাসের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু বরণ করেন মোটর সাইকেল আরোহী ওসমান।
জানাযায় নিহত যুবক পেশায় একজন টাইলস মিস্ত্রি। তিনি ভুজপুর ইউনিয়নের জঙ্গল কৈয়া গ্রামের মোস্তাফিজুর রহমান প্রকাশ কালা মনার পুত্র।
এ ঘটনায় আহত অপর যুবকের অবস্থা আশংখাজনক বলে গেছে। বর্তমানে সে চমেক হাসপাতালে চিকিৎসাধীন। এ ব্যাপারে ভূজপুর থানার ওসি হেলাল উদ্দিন ফকরুকী বলেন দূর্ঘটনা কবলিত বাসটি আটক করা হয়েছে। চালক পালিয়ে গেছে। মামলা দায়েরর প্রক্রিয়া চলছে।
+ There are no comments
Add yours