চীন থেকে বাংলাদেশে আসা চার ব্যক্তির করোনা শনাক্ত হয়েছে। তাদের নমুনা পরীক্ষার জন্য স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) পাঠানো হয়েছে। তারা সবাই চীনা নাগরিক।
আজ (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় আইইডিসিআর-এর পরিচালক অধ্যাপক তাহমিনা শিরিন বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ বিকেলে শাহজালাল বিমানবন্দরে এ চারজনের করোনা শনাক্ত হয়। এরপর তাদের নমুনা নিয়ে আইইডিসিআরে পাঠানো হয়েছে। পরীক্ষার ফল এখনও আমরা হাতে পাইনি। ফলে এরা ওমিক্রনের নতুন উপ-ধরনে আক্রান্ত কি না তা এখনো নিশ্চিত নয়।
নমুনা পরীক্ষা করতে সময় লাগবে জানিয়ে শিরিন বলেন, পরীক্ষার ফল এলে তা স্বাস্থ্য অধিদপ্তরে পাঠিয়ে দেওয়া হবে। স্বাস্থ্য অধিদপ্তর এরই মধ্যে সারা দেশে বিশেষ করে বিমানবন্দর ও স্থলবন্দরগুলোতে সতর্কতা জারি করেছে। বিদেশ থেকে আসা নাগরিকদের স্ক্রিনিং জোরদারের পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি সারা দেশে সাধারণ নাগরিকদের আবারও করোনার স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
+ There are no comments
Add yours