চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সাংবাদিক আবু আজাদের ওপর হামলার প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)।
আজ (২৭ ডিসেম্বর) চট্টগ্রাম প্রেস ক্লাব চত্ত্বরে এ কর্মসূচি পালন করা হয়। এতে ঘটনায় জড়িত মূল অপরাধী ইউপি মেম্বার মহিউদ্দিন তালুকদার মোহন এবং ইউপি চেয়ারম্যান সিরাজ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়। অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন সাংবাদিক নেতারা।
এর আগে গত ২৫ ডিসেম্বর সকালে রাঙ্গুনিয়ার ইসলামপুর ইউনিয়নে ইট ভাটার অনিয়মের অভিযোগে সংবাদ সংগ্রহে যায় ইংরেজি দৈনিক দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের স্টাফ করেসপন্ডেন্ট আবু আজাদ। ঘটনার দিন সংবাদ সংগ্রহের একপর্যায়ে তাকে ইউপি মেম্বার মোহনের নেতৃত্বে কয়েকজন তুলে নিয়ে যায়। এরপর তাকে একটি কক্ষে আটকে রেখে মারধর, অস্ত্র ঠেকিয়ে জিম্মি এবং একপর্যায়ে চাঁদা দাবি করা হয়। এসময় ইউপি চেয়ারম্যান সিরাজের নির্দেশে অভিযুক্তরা ভুক্তভোগী সাংবাদিকের মোবাইল ও টাকাসহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র ছিনিয়ে নেয়। এ ঘটনার পরদিন ২৬ ডিসেম্বর আবু আজাদ বাদী হয়ে রাঙ্গুনিয়া মডেল থানায় ৪ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন।
মামলায় অজ্ঞাতনামা আরও ৫ থেকে ৭ জনকে আসামি করা হয়। পরে ওইদিন রাতে অভিযান চালিয়ে ঘটনায় জড়িত থাকার অভিযোগে কাঞ্চন কুমার তুড়ি নামে একজনকে গ্রেপ্তার করে পুলিশ।
+ There are no comments
Add yours