উন্নত জীবনের আশায় সমুদ্র পাড়ি দিতে গিয়ে গত কয়েক সপ্তাহে নৌকাডুবিতে অন্তত ২০ জন রোহিঙ্গা মারা গেছেন।
মিয়ানমারের সংখ্যালঘু শত শত রোহিঙ্গা মুসলিমকে বহনকারী কয়েকটি নৌকা ইন্দোনেশিয়ায় পৌঁছালেও অনেকে ভারত মহাসাগরে ভেসে গেছেন বলে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর এই তথ্য জানিয়েছে।
ইন্দোনেশিয়ার স্থানীয় দুর্যোগ সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন, সাগরে কয়েক সপ্তাহ ভেসে থাকার পর সোমবার আচেহ প্রদেশে একটি নৌকা পৌঁছেছে। এই নৌকায় ১৭৪ জন রোহিঙ্গাকে পাওয়া গেছে; যাদের বেশিরভাগই পানিশূন্য, ক্লান্ত এবং সবার জরুরি চিকিৎসা প্রয়োজন।
২০১৭ সালে মিয়ানমারের সামরিক বাহিনীর প্রাণঘাতী অভিযান থেকে বাঁচতে লাখ লাখ রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে পালিয়ে আসেন। বর্তমানে বাংলাদেশের জনাকীর্ণ শরণার্থী শিবিরগুলোতে ১০ লাখের বেশি রোহিঙ্গা বসবাস করছেন।
রোহিঙ্গাদের শরণার্থী শিবির ছেড়ে যাওয়ার কারণ পরিষ্কার নয়। তবে কিছু মানবাধিকার কর্মীর মতে, রোহিঙ্গাদের অন্যতম পছন্দের গন্তব্য দক্ষিণ এশিয়াজুড়ে কোভিডের বিধিনিষেধ শিথিল করা শরণার্থী শিবির ছেড়ে যাওয়ার অন্যতম কারণ হতে পারে।
গত কয়েক সপ্তাহ ধরে নৌকায় চেপে সমুদ্র পাড়ি দেওয়া রোহিঙ্গাদের কয়েকটি দল দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে পৌঁছেছে। তাদের মধ্যে রোববার ৫৭ রোহিঙ্গাকে বহনকারী একটি নৌকা আচেহ প্রদেশে পৌঁছায়। এর আগে, গত নভেম্বরে ২৩০ জন রোহিঙ্গাবাহী অন্য দু’টি নৌকা ইন্দোনেশিয়ায় যায়।
+ There are no comments
Add yours