মানসিক প্রতিবন্ধী ছেলে নিয়ে পলিথিন, পাটখড়ি আর বাঁশ দিয়ে বানানো খুপড়ি এক ঘরে চরম দুর্ভোগের মধ্যে মানবেতর জীবনযাপন করা রিজিয়া খাতুনের (৬৫) পাশে দাঁড়িয়েছেন কুষ্টিয়ার কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল।
গতকাল (২৭ ডিসেম্বর) কুমারখালী উপজেলা নির্বাহী অফিসে রিজিয়া খাতুনকে ডেকে নিয়ে গিয়ে তার সঙ্গে কথা বলেন ইউএনও বিতান কুমার। এ সময় পরিবারটিকে আর্থিক সহযোগিতা করেন তিনি।
রিজিয়া খাতুন কুমারখালী উপজেলার সাদকী ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের তারাপুর গ্রামের বাসিন্দা। প্রায় ৩০ বছর আগে তার স্বামী রাজ্জাক মন্ডল স্ট্রোক করে মারা যান। স্বামীর মৃত্যুর পর তার জীবনে নেমে আসে নানা দুঃখ-কষ্ট। তার ছেলে সিরাজুল ইসলাম (৩৭) মানসিক প্রতিবন্ধী। তার স্বামীর বাড়ি রাজবাড়ী হলেও বিয়ের পর থেকে তারা কুমারখালীতে বসবাস করতেন। স্বামীর মৃত্যুর পর থেকে রিজিয়া খাতুন পরের বাড়িতে থেকে কাজ করতেন। প্রায় ১০ বছর আগে পৈত্রিক সূত্রে পাওয়া ২ কাঠা জমিতে পলথিনের ঘর করে বসবাস শুরু করেন তিনি ও তার ছেলে।
রিজিয়া খাতুন বলেন, আল্লাহর কাছে হাজারো শুকরিয়া কুমারখালীর ইউএনও স্যার আমাদের ভাতা, ঘর, টিউবওয়েল, বাথরুম ও ছেলের চিকিৎসার ব্যবস্থা করে দেবেন বলে আশ্বাস দিয়েছেন। তিনি আমাকে ১০ হাজার টাকা দিয়েছেন। তিনি অনেক ভালো মানুষ। আমার সব সমস্যা তিনি সমাধান করে দেবেন।
+ There are no comments
Add yours