সুমন পল্লব
হাটহাজারী, চট্টগ্রাম
চট্টগ্রামের হাটহাজারীতে ভ্রাম্যমাণ অভিযানে মাস্ক ব্যবহার না করার অপরাধে ১৬ ব্যক্তিকে জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার(১৮নভেম্বর) পৌরসভার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরীফ উল্যাহ।
অভিযান পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূমি) শরীফ উল্যাহ বলেন, সকাল ১১ টা থেকে ১ টা পর্যন্ত দুই ঘণ্টা অভিযান পরিচালনা করে মাস্ক ব্যবহার না করার অপরাধে ১৬ ব্যক্তিকে ৬ হাজার ১ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
অভিযানের সময় মাস্ক পরিধান করার বিষয়ে জনগণকে সচেতন করতে ব্যাপক প্রচারণা চালানো হয়। এসময় ব্যক্তি উদ্যোগে মাস্ক বিতরণ করা হয়। করোনা প্রতিরোধে মাস্ক পড়া নিশ্চিত করতে ও জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি লক্ষ্যে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা অব্যাহত থাকবে, উল্লেখ করেন তিনি।
+ There are no comments
Add yours