ফটিকছড়ি উপজেলার ভুজপুর থাা্নার বাগানবাজার ২নং ওয়ার্ডে গৃহবধূ মৃত্যুর আগে ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’ চিরকুটে এ কথা লিখে চট্টগ্রামের ফটিকছড়িতে রাবেয়া বেগম (৩০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে।
আজ (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার ভূজপুর থানাধীন ১নং বাগানবাজার ইউপির ২ নং ওয়ার্ডের আলমপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রাবেয়া বেগম ওই এলাকার নেজাম উদ্দীনের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, সকাল সাড়ে ১১ টার দিকে গলায় ফাঁস দিয়ে রাবেয়া বেগম নামে ওই গৃহবধূ আত্মহত্যা করেন। আত্মহত্যার ঘটনার সময় বাড়িতে কেউ ছিল না।
তিনি অভিমানে আত্মহত্যা করেছে মর্মে একটি চিরকুট লিখে যান। চিরকুটে রাবেয়া লিখেন, আসসালামুয়ালাইকুম, প্রিয় স্বামী আপনে আমাকে মাফ করে দিবেন। এই এক বছরে আপনার সাথে অনেক অন্যায় করেছি। তাই ক্ষমা নিচ্ছি। আপনি ভালো থাকবেন আমার কবরে মোয়াজ্জিয়ের পর আপনে মাটি দিবেন। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না। আসলে ছোট থেকে অন্য রকম ভাবে বড় হয়েছি। আরো দশ জনের মতো পারিনি বড় হতে। তাই পৃথিবীতে বেঁচে থেকে লাভ মনে করিনি। নিজের প্রানটা দিয়ে দিলাম। ১টা অনুরোধ করে যাচ্ছি আপনে আমার জোহরা নানুকে বোঝাবেন। উনি আমার নানু না মা। মা যা করেনি উনি আরো বেশি করেছেন। তাই তাকে মায়ের মতো সম্মান এ দেখি। আপনারা আমাকে মাফ করে দিবেন। প্রিয় স্বামী আপনেও।আল্লাহ হাফেজ।
স্থানীয় ইউপি সদস্য মো. ফারুখ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নেজামের স্ত্রীর আত্মহত্যার ঘটনা শুনেছি। তবে ঠিক কী কারণে আত্মহত্যা করছে জানি না। দাঁতমারা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ পুলিশ পরিদর্শক (এস.আই) মো. নাজমুল হোসেন জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই। পরিবারের পক্ষ থেকে সুরতহাল রিপোট ছাড়া লাশ দাফনের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করে। পরে আবেদনের প্রেক্ষিতে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
+ There are no comments
Add yours