‘মেয়র হবে লাঙ্গলের, দ্বিতীয় হবে নৌকা’ রংপুর সিটি করপোরেশন নির্বাচনের ফল নিয়ে এমন ধারণাই ছিল অনেকের। তবে ভোটের ফলাফলের পর সব হিসাব উল্টে গেছে। চতুর্থ হয়ে জামানত হারিয়েছে নৌকার প্রার্থী।
নৌকার এ ভরাডুবি নিয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দাবি করেছেন, ‘সেখানে সমস্যা আছে। এত ব্যবধান হওয়ার কথা না।’
আজ (২৯ ডিসেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে তিনি এ দাবি করেন। এ সময় দু-একদিনের মধ্যে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হবে বলেও জানান আ.লীগ সাধারণ সম্পাদক।
তিনি বলেন, ‘আমাদের ভেতরে কিছু সমস্যা ছিল।আমরা কোনো প্রতিদ্বন্দ্বিতায় অংশও নেইনি। আগেই জানতাম এখানে এগিয়ে আছে জাতীয় পার্টির প্রার্থী। এখানে সরকারি দল থেকে কোনো বাড়াবাড়ি করা হয়নি। আমরা পিছিয়ে আছি বলে জোর করে এগিয়ে যাওয়ার কোনো চেষ্টা করিনি। সেদিক থেকে এখানে গণতন্ত্রের বিজয় হয়েছে৷ আমি এটা মনে করি।’
+ There are no comments
Add yours