যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

Estimated read time 1 min read
Ad1

 

মাহবুবুর রহমান জিলানী,

স্টাফ রিপোর্টার

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ¦ মো: জাহিদ আহসান রাসেল গত ১৫ নভেম্বর কোভিট-১৯ পজেটিভ আক্রান্ত হয়ে হোম কোয়ারেন্টেইনে অবস্থান করছে। তার সুুস্থ্যতা কামনা করে টঙ্গীতে শহীদ আহসান উল্লাহ মাস্টার ক্রিকেট একাডেমী, শহীদ আহসান উল্লাহ মাস্টার পাঠাগারসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, ক্লাব সংগঠনসহ গাজীপুর-২ আসনের সর্বস্তরের সাধারণ মানুষ হাজার যুবকদের আইকন করোনা যুদ্ধার সুস্থ্যতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। তারই ধারাবাহিকতায় গতকাল টঙ্গীর সফিউদ্দিন সরকার একাডেমী এন্ড কলেজ, টঙ্গীর সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজ, টঙ্গী পাইলট স্কুল এন্ড গার্লস কলেজ, আশরাফ টেক্সটাইল মিলস্ উচ্চ বিদ্যালয়, শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়, মুদাফা হাজী সৈয়দ আলী উচ্চ বিদ্যালয়, শিলমুন আব্দুল হাকিম মাস্টার উচ্চ বিদ্যালয়, টিএন্ডটি কলোনী আদর্শ উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন মসজিদ, উপসনালয় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শহীদ আহসান উল্লাহ মাস্টার একাডেমীর পক্ষ থেকে দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামীলীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক জাকির হোসেন খোকন, টঙ্গীস্থ বৃহত্তর ফরিদপুর জনকল্যাণ সমিতির সভাপতি কে এম শাহ আলম, সফিউদ্দিন সরকার একাডেমী এন্ড কলেজের শিক্ষক প্রতিনিধি মোস্তফা কামাল, টঙ্গী কমার্স কলেজের ব্যবস্থাপনা পরিচালক সরকার জাহিদুল ইসলাম টিপু, গাজীপুর মহানগর মৎসজীবী লীগের সাধারণ সম্পাদক আসাদুল কবির, টঙ্গী থানা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম জঙ্গী, যুবলীগ নেতা বিল্লাল হোসেন মোল্লা, আওয়ামীলীগ নেতা মোতালেব মিয়া, কে এম পলাশ মাহমুদ, জাহিদুল কবির আনোয়ার, টঙ্গী থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান সরকার বাবু, রাসেল বেপারী প্রমুখ।
উল্লেখ্য, গাজীপুর-২ আসনের এমপি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। গত ১৫ নভেম্বর শনিবার জাতীয় সংসদের পক্ষ থেকে তার নমুনা সংগ্রহ করা হলে তার শরীরে কাভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন বলে ডা. মো. জাহিদ জানান।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours