ইউনস আলী,কুড়িগ্রাম প্রতিনিধিঃ
রংপুর রেঞ্জ পুলিশে শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হয়েছেন কুড়িগ্রামের এসপি মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম।
মাদকদ্রব্য উদ্ধার, বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার রহস্য দ্রুত উদঘাটন, মাসিক সভা, ওয়ারেন্ট তামিল,সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা, অপরাধ নিয়ন্ত্রন, দক্ষতা, মানবিকতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক রাখায় রংপুর রেঞ্জে শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হয়েছেন তিনি।
মঙ্গলবার(১৭ নভেম্বর) সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রংপুর রেঞ্জ এর সকল ইউনিটের সাথে সংযুক্ত হয়ে (অক্টোবর-২০২০) মাসের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও সার্বিক কার্যক্রম বিবেচনায় রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে কুড়িগ্রামের এসপি মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএমকে নির্বাচিত করেন রংপুর রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য বিপিএম।এসময় শ্রেষ্ঠ থানা হিসেবে উলিপুর থানার নাম ঘোষনা করেন ডিআইজি।
অনুষ্ঠিত ভিডিও কনফারেন্সে রংপুর রেঞ্জ ডিআইজি সকল ইউনিট সমূহের আইন-শৃঙ্খলা ও সার্বিক পরিস্থিতি মূল্যায়ন করেন এবং বিভিন্ন বিষয়ে দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
+ There are no comments
Add yours