প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো বাল্যবিবাহ, মেয়ের মা ও বর পক্ষকে জরিমানা

Estimated read time 1 min read
Ad1

ফটিকছড়িতে ১৪ বছর বয়সী এক কিশোরীর বিয়ে বন্ধ করে দিয়েছে প্রশাসন। একই সাথে অপ্রাপ্ত বয়সে বিবাহ দেয়ার অপরাধে মেয়ের মাকে ৬ মাসের জেল দিয়েছে ভ্রাম্যমান আদালত। বাল্য বিবাহ আাইনে ২০১৭ এর ৮ ধারা বর পক্ষকে জরিমানা দেয়া হয়েছে।

রাত সাড়ে ১০ দিকে ফটিকছড়ি পৌরসভার সানমুন কমিউনিটি সেন্টারে আয়োজিত এ বিয়ের অনুষ্ঠানে অভিযান পরিচালানা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাব্বির রহমান সানি।

অভিযানকালে বাল্য বিয়ে দেয়ার অপরাধে মেয়ের মা হোসনে আরা বেগমকে ৬ মাসের কারাদন্ড এবং বরের পিতা নুরুল হুদাকে ৫০ হাজার টাকা জরিমান দিয়েছে ভ্রাম্যমান আদালত

এ বিষয়ে নির্বাহী অফিসার সাব্বির রাহমান সানি বলেন উপজেলার সুন্দরপুর ও ফটিকছড়ি পৌরসভা এলাকার একটি বাল্য বিয়ে অনুষ্টিত হচ্ছে, এমন খবর পেয়ে অনুষ্ঠানস্থলে অভিযান পরিচালনার মাধ্যমে বিয়েটি বন্ধ করে জড়িতদের শাস্তির আওতায় আনা হয়েছে। তিনি আরো বলেন জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে খবর বাংলাকে জানান

উল্রেখ্য- সাজাপ্রাপ্ত হোসনে আরার বাড়ি সুন্দরপুর ইউনিয়নের ছোট ছিলোনিয়া গ্রামে এবং সামশুল আলমের বাড়ি ফটিকছড়ি পৌরসভার উত্তর ধূরুং গ্রামে।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours