পাঠ্যবইয়ে পরিবর্তন মূলত পরীক্ষামূলক: শিক্ষামন্ত্রী

Estimated read time 0 min read
Ad1

নতুন শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক ও মাধ্যমিকের মোট চারটি শ্রেণিতে পাঠ্যবইয়ে পরিবর্তন সম্পর্কে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, নতুন পাঠ্যক্রমে প্রাথমিকের প্রথম ও দ্বিতীয় এবং মাধ্যমিকে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির বইয়ের পরীক্ষামূলক সংস্করণ ছাপা হয়েছে। এতে যদি ভুলত্রুটি ধরা পড়ে তাহলে পরবর্তী শিক্ষাবর্ষে অর্থাৎ ২০২৪ সালে তার সংশোধন করা হবে।

আজ (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় চাঁদপুর প্রেসক্লাবে সাংবাদিক সমাবেশ ও সাংবাদিকদের মাঝে প্রধানমন্ত্রীর অনুদানের চেক হস্তান্তর অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শিক্ষকদের প্রশিক্ষণের ব্যাপারে দীপু মনি বলেন, শিক্ষকদের অনলাইন এবং অফলাইনে প্রশিক্ষণ দেয়া হচ্ছে। আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে। তাই করোনার অতিমারির সময় শিক্ষাক্ষেত্রে যে ঘাটতি হয়েছে, তা পুষিয়ে নেয়া সম্ভব হবে।

স্মার্ট ও ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে সাংবাদিকদের সহায়তা চেয়ে দীপু মনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু ও মেট্রোরেলসহ অসংখ্য উন্নয়ন করেছেন। শুধু তাই নয়, ২০৪১ সালের ডেল্টাপ্ল্যান এবং গোটা শতাব্দী পর্যন্ত উন্নয়নের ধারা চালু রাখতে সেই পরিকল্পনাও করেছেন। সুতরাং তার হাতেই বাংলাদেশ নিরাপদ এবং দেশ বহুদূর এগিয়ে যাবে।

নিজস্ব প্রতিবেদক https://khoborbangla24.net

বিশ্বজুড়ে দেশের খবর

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours