![Ad1](https://khoborbangla24.net/wp-content/uploads/2024/01/ads-01-2.png)
শীতার্তদের জন্য নতুন করে আরও ৩২ কোটি টাকার কম্বল কেনা হচ্ছে বলে জানিয়েছেন ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। আগামী সপ্তাহ থেকে দেশের শীত প্রবণ এলাকায় এসব কম্বল বিতরণ করা হবে।
আজ (৩১ ডিসেম্বর) সাভারের আশুলিয়ার বাইপাইলে একটি ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ইতোমধ্যে রংপুর বিভাগের ৮টি জেলার দরিদ্র শীতার্থদের মাঝে ৮০ হাজার কম্বল বিতরণ করা হয়েছে। এছাড়া নভেম্বর মাসে সারাদেশে ২৬ লাখ কম্বল বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, ধামসোনা ইউপি চেয়ারম্যান ও আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, পিয়ারলেস ডায়াগন্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক বিল্লু মঙ্গল দাস, চিকিৎসকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
+ There are no comments
Add yours